মনের অজান্তে কখন যে রাজপ্রাসাদটা গড়ে উঠেছে
মনে, বুঝতেই পারিনি।
তবে যখন বুঝলাম, বিশাল মনে আমার আমি তখন
কোণঠাসা,
চিন্তাগুলো
তোমার প্রজা, মনের রাজ্যে শুধু তোমারই জয়জয়কার।
আর আমি ঘোড়ায় সাওয়ার হয়ে ছুটছি, ছুটছি তোমার
পানে,
তোমার মন জয় করবো বলে।
সঙ্গী হয়েছে বাউন্ডুলে ভাবনাগুলো। যদিও পলাতক
কষ্টগুলো ভাবাচ্ছে প্রচুর,
কিন্তু এ ছাড়া আর উপায় কি। তবে আবেগগুলোর
জোরে যদি এ যাত্রায় বেঁচে যাই,
তাই এ ছুটে চলা।
সীমান্ত ছুঁতেই হয়তো হাজির হবে তুমি, তোমার
সব অভিমান নিয়ে।
চলবে লড়াই তোমার-আমার।
ক্রোধের অনল থেকে বাঁচতে ভালবাসার বৃষ্টি
নামাব।
জানি একরোখা তুমি মানতেই চাইবে না, তাই শেষ
অস্ত্র হিসেবে
চাওয়া-পাওয়া গুলো ছুড়ে দেব তোমার পানে।
না পেরে হয়তো হার মানবে তুমি।
ভিজে একাকার তোমায় বুকে জড়িয়ে নেব পরম মমতায়।
অবাক দু’নয়ন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে
তুমি।
আর মুচকি হেসে বলব আমি…….. ভালবাসি তোমায়।