রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩

অপূরণ,অকারন

এ যেন কল্প-কথার নিস্তব্ধ কোন নগরি,
যার সবটুকু জৌলুস চুরি করে তুমি উধাও।
শহরের দেয়াল জুড়ে তোমায় ফিরে পাওয়ার
আকুতি আর তার উপর বিবর্তনের প্রলেপ

আমি জানি, কোন এক অমাবস্যায় নুপুরের
ঝংকারে জলসার সাঁঝবাতি আর জ্বলবেনা
তবে আমি প্রতীক্ষায় থাকব যার অন্ত নেই,
আমি চাইও না... কিছু চাওয়া পরে থাক না
বুকপকেটে, অপূরণ অকারন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন