বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪

বউমনি

কোন এক অপরিবর্তিত অবস্থানে থেকেও
তোমার স্পর্শের লোভে তেঁতে ওঠে অনুভূতিগুলো,
চূড়ান্ত কোন শিহরণে পুলকিত হতে চায় বার বার,
অসীম শূন্যতায় হাতড়ে বেড়ায় তোমার অস্তিত্ব..,
তোমার গন্ধ.., তোমার শরীর আর তোমাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন