বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪

সুখের খোঁজ

এখনো স্পষ্ট সেই রাতটা, স্টেনগান হাতে আদরের একমাত্র
সন্তান দেশের জন্য ছুটে যায়, একটা স্বাধীন দেশের মানচিত্র
নিয়ে তবেই ফিরবে......, এমনটাই কথা ছিল

তারপর চুয়াল্লিশ বছর অপেক্ষা... দেশ মুক্ত হয়, ফয়েজ
মিয়াঁর মুক্তি মেলে না। এখন লাল-সবুজের পতাকা ফেরি
করে দিন কাটে আর সময় পেলে..., ছেলে ফিরে আসার
কল্পনায় ডুবে থাকেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন