প্রিয় বউমনি,
সয়ে যাওয়া হৃদয়টা, মাঝে মাঝেই
ক্যামন জানি মোচড় দেয় আজকাল
স্বচ্ছ জলে এক ফোঁটা নীল যত দ্রুত
রং ছড়ায়, ঘুণপোকা ধরা স্মৃতিরা সম
দ্রুততার সাথে তাদের স্পষ্টতা জানান দেয়
সয়ে যাওয়া হৃদয়টা, মাঝে মাঝেই
ক্যামন জানি মোচড় দেয় আজকাল
স্বচ্ছ জলে এক ফোঁটা নীল যত দ্রুত
রং ছড়ায়, ঘুণপোকা ধরা স্মৃতিরা সম
দ্রুততার সাথে তাদের স্পষ্টতা জানান দেয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন