রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

যাদুর শহর ২

যদিও শহরটার কাছে দিন-রাত শুধুই সময়ের
ব্যাবধান, তবুও রাতের পৃথিবীটা মনে হয় একটু
বেশীই জমকালো। ক্যামন জানি অন্ধকার-আলো
আবার অন্ধকার ,যেন ঘুমের ঘোরে থাকা নির্ঘুম চোখ

তার সাথে ঘড়ির বিপরীতে ঘুরতে থাকা রাতজাগা
পথিকের ভবঘুরে মন, একটা নেড়ি কুকুরের নির্লজ্জ
চাহুনি, ভাসমান বেশ্যার অকারন আদিক্ষেতা আর
শহরজোরা কিছু ঘুমন্ত মানুষ
feeling ঘুম.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন