বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪

ঘুম ঘর

তোমার আর্তনাদের চাপা সূরে, কাঁচপোকাদের
কোলাহল থেমে যাবে না, ভাঙ্গবে না অপরান্নের
ভাত ঘুম।

কিন্তু আমার মন....,, তোমার কথা উঠলেই
কেমন জানি বেসামাল হয়ে পরে। তাই তোমায়
একটা অনুরোধ, যে তোমায় ছোঁয়া যায় না...সে
তুমি এসো না আমার ঘুম ঘরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন