প্লাস্টিক ব্যাগে লেগে থাকা আঠালো বস্তুটার গন্ধ
রকেটের নিউরন সেলগুলোকে নিস্তেজ করে দেয়।
ক্ষণিকের জন্য হলেও জাগতিক আপেক্ষিকতার
বাইরে চলে যায় সে, ধুলো মাখা ফুটপাথ চওড়া
থেকে আরও চওড়া হয়, ক্যামন নির্ভার লাগে
নিজেকে।
রকেট জানে, এ গন্ধটার মাঝেই হারিয়ে যাবে সে,
একদিন আর ঘুম ভাঙবে না, দীর্ঘক্ষণ পরে থাকা
তার নিথর দেহটার, বেওয়ারিশ লাশ হিসেবে ঠাই
হবে নিশ্চুপ হিম ঘরে।
রকেটের নিউরন সেলগুলোকে নিস্তেজ করে দেয়।
ক্ষণিকের জন্য হলেও জাগতিক আপেক্ষিকতার
বাইরে চলে যায় সে, ধুলো মাখা ফুটপাথ চওড়া
থেকে আরও চওড়া হয়, ক্যামন নির্ভার লাগে
নিজেকে।
রকেট জানে, এ গন্ধটার মাঝেই হারিয়ে যাবে সে,
একদিন আর ঘুম ভাঙবে না, দীর্ঘক্ষণ পরে থাকা
তার নিথর দেহটার, বেওয়ারিশ লাশ হিসেবে ঠাই
হবে নিশ্চুপ হিম ঘরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন