আঁধার কেটে গেলে আবার একটা ভোর আসে
আলোর রোশনাইয়ে শুরু হয় নাগরিক ব্যাস্ততা
সময়ের সাথে ছুটে চলা মানুষগুলোর গতিপথ
কখনো সমান্তরাল কখনােবা কোন কারন ছাড়াই শ্লথ
এ শহরে স্বপ্নের বিপরীতে স্বপ্নের রথ বদল হয় সঙ্গত
কারনেই...অদ্ভুত এক যাদুর শহর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন