সোমবার, ৩০ জুন, ২০১৪

মন


মনের অজান্তে কখন যে রাজ প্রাসাদটা গড়ে উঠেসে মনে, বুঝতেই পারিনি।

তবে যখন বুঝলাম, আমার আমি তখন বিশাল মনে কোণ ঠাঁসা।

চিন্তাগুলো তোমার প্রজা, মনের রাজ্যে শুধু তোমারই জো জয়জয়কার।

আর আমি ঘোড়ায় সাওয়ার হয়ে ছুটছি,  ছুটছি তোমার পানে, তোমার মন জয় করবো বলে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন