রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

ধূপ ছায়া

বাতাসের কাছে বিকে যাওয়া ধূপ কাঠির গন্ধ
শহরের শিরায় শিরায় মিলিয়ে যায় 
চাঁদের নীলাভ আলো, একটা ঘাস ফড়িং আর
তিন রাস্তার মোড় সে গন্ধে কি যেন খোঁজে

পৃথিবীর সমস্ত সুখ আরাম কেদারায় দোল খায়
ধূপ কাঠি আর তার কষ্টগুলো ধীর পায়ে হারায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন