যদি শহরের সব ষ্ট্রীট লাইট হঠাৎ ফিকে হয়ে যায়
একটা জ্যোৎস্না রাতের আবদার পাওনা থাকবে
কোন এক পৌষের রাতে নিঝুম পাইন বনে চাঁদ এলে
আমি রই বা না রই তোমার পাওনা বুঝে নিও
একটা জ্যোৎস্না রাতের আবদার পাওনা থাকবে
কোন এক পৌষের রাতে নিঝুম পাইন বনে চাঁদ এলে
আমি রই বা না রই তোমার পাওনা বুঝে নিও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন