চলে যেতে চাচ্ছ...? যাও তবে...।
তবে জীবনের সবকটা কবিতা
তোমায় উৎসর্গ করতে পারলে ভালো লাগতো ।
ভয় পেওনা, আমি না থাকা জীবনটায়-
অভ্যস্ত হয়ে পরবে তুমি,
তুমি আর তোমার জগৎ-সংসার নিয়ে।
আমি না হয় বাউন্ডুলেই রইলাম।
তবে মন বলে একটা ব্যাপার আছে কি না!
সেটা হয়তো মানতেই চাইবে না।
একটু শাষন করে দিও, দেখো ঠিকই মানবে।
অবুঝটা যা চাইবে তাই দিতে হবে না কি!
আর হ্যাঁ ... আমার কথা অনেক বেশী মনে পরলে...
ঊমমম... ভেবে নিও চাঁদটার পাশে দারিয়ে থাকা তারাটা আমি।
ভালো থেকো; কেমন ।
nice....
উত্তরমুছুনপ্রতিভা.........
উত্তরমুছুন