ক্ষয়ে যাওয়া কাঠপেন্সিলের অলস সময় কাটতেই চায়
না, স্বপ্নে প্রায়ই সৃষ্টি সুখের উল্লাসে তৃপ্তটা আসে তার।
ধব-ধবে সাদা ক্যানভাসে সে আর তার কারুকাজ।
হতাশার সুতোয় কাটাপরা আশার ঘুড়িটার পানে বৃদ্ধ
মজনু মিয়ার শূন্য দৃষ্টি, নিস্প্রান শরীরের সমস্ত শক্তি
দিয়ে প্যাডেলে বেঁচে থাকার তাগিদ দেয় সে। বয়সের
ভারে নূজ্জ্ব রিক্সাটাও কিঞ্চিত কুকিয়ে ওঠে।
না, স্বপ্নে প্রায়ই সৃষ্টি সুখের উল্লাসে তৃপ্তটা আসে তার।
ধব-ধবে সাদা ক্যানভাসে সে আর তার কারুকাজ।
হতাশার সুতোয় কাটাপরা আশার ঘুড়িটার পানে বৃদ্ধ
মজনু মিয়ার শূন্য দৃষ্টি, নিস্প্রান শরীরের সমস্ত শক্তি
দিয়ে প্যাডেলে বেঁচে থাকার তাগিদ দেয় সে। বয়সের
ভারে নূজ্জ্ব রিক্সাটাও কিঞ্চিত কুকিয়ে ওঠে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন