তারপর..., তারপর শেষ রাত আসে
নেশাতুর ঘুম ঘুম চোখে দূরের রেড সিগন্যাল
ঝাপসা হয়ে যায়
দূরপাল্লার বাসের কর্কশ চিৎকারে নিশ্চুপ
পথের নিরবতায় চির ধরে
স্ট্রীট লাম্পের হলদে আলোয় একটা বকুল
গাছের ভোরের জন্য অপেক্ষা
আর একা একলা একটা তারার আপন মনে
গুন গুনিয়ে গান গাওয়া
নেশাতুর ঘুম ঘুম চোখে দূরের রেড সিগন্যাল
ঝাপসা হয়ে যায়
দূরপাল্লার বাসের কর্কশ চিৎকারে নিশ্চুপ
পথের নিরবতায় চির ধরে
স্ট্রীট লাম্পের হলদে আলোয় একটা বকুল
গাছের ভোরের জন্য অপেক্ষা
আর একা একলা একটা তারার আপন মনে
গুন গুনিয়ে গান গাওয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন