তবে তাই হোক...
সময়ের প্রয়জনে এ পৃথিবীটা যদি ছোট লাগে
চলে যেতে পারো তোমার বর্ণোজ্জ্বল ভুবনে
সেথা যেতে কোন বাধা নেই
তবে তাই হোক...
দূরত্বের অতিকায় দেয়াল, আকাশের কপাল চুমে
দিক, আর সেটা টপকে ফিরে আসার পরিকল্পনা
ছিলগালা করা হোক
তবে তাই হোক বালিকা
জানালার কার্নিশে লক্ষ্মী প্যাঁচার ডাকের ওপর
১৪৪ ধারা জারি থাক সবসময়ের জন্য
সময়ের প্রয়জনে এ পৃথিবীটা যদি ছোট লাগে
চলে যেতে পারো তোমার বর্ণোজ্জ্বল ভুবনে
সেথা যেতে কোন বাধা নেই
তবে তাই হোক...
দূরত্বের অতিকায় দেয়াল, আকাশের কপাল চুমে
দিক, আর সেটা টপকে ফিরে আসার পরিকল্পনা
ছিলগালা করা হোক
তবে তাই হোক বালিকা
জানালার কার্নিশে লক্ষ্মী প্যাঁচার ডাকের ওপর
১৪৪ ধারা জারি থাক সবসময়ের জন্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন