বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

কানন বালা ২য়

স্ট্রীট লাইটগুলোর ঝলমলে আলো ফিকে
হয়ে যায় একদল গণিকার মিথ্যে প্রনয়ে,
লিপিস্টিকের পুরু আস্তরনে ঢাকা ঠোঁটের
আহ্বানে, কামার্ত যুবার ক্লান্ত পেশী ফুঁসে
ওঠে, শুরু হয় দর কষাকষি, পেটের ক্ষুধার
বিপরীতে শরীরের ক্ষুধা নিবারণের পায়তারা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন