তুমি হারিয়ে যাওয়ার কোন নিখোঁজ সংবাদ
বেরুবে না আগামী কালের দৈনিক পত্রিকায়
অথবা কিছুক্ষণ নিরবতা পালন।
সবকিছু আগের মতই থাকবে... ফুটপাত,
বেলুন ওয়ালা, ফুল দোকান; হয়ত ওদের
সাথে দূরত্ব বাড়বে এই যা
বিকেল হলে ব্যাস্ত হওয়া হবে না তোমার
অভিমানী ফোন পেয়ে, তোমার মান ভাঙ্গানোর
পায়তারা অথবা দেরি হওয়ার অজুহাত।
টং দোকানের কেতলিটা উদাস মনে ধোঁয়া
ছেড়ে যায়, আমিও পাল্লা দেই ওর সাথে
আর তোমায় ভালবেসে যাই মনে মনে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন