কিছু কাগুজে পায়রার ওড়াউরি পলেস্তা খসে পরা কার্নিশে
নতুন কাগজের..., উহু..; একেবারে চকচকে টাকার গন্ধ,
ঘোরের ভেতর কেমন জানি চনমনে ভাব জাগায় গন্ধটা।
মেয়েটার বিয়ে দিতে হবে, ছেলেটার পড়াশুনা বন্ধ...
টং দোকানটাও মেরামত করা জরুরী, সব সমস্যার
সমাধান হয়ে যাবে এবার।
মন ভরে পায়রাগুলোর দিকে তাকিয়ে থাকে মতি,
যেন সাক্ষাৎ সুখ। আচমকা বিকট একটা শব্দে
পায়রার দল উড়াল দেয়, মতি ব্যাকুল হয়ে উঠে।
মতি মিয়াঁর ঘুম ভাঙ্গে, টাকার পায়রার খোঁজ মেলে
না জগৎ সংসারে, আবার প্রতীক্ষা শুরু হয় মতির,
ঘুমের পৃথিবীর জন্য।
নতুন কাগজের..., উহু..; একেবারে চকচকে টাকার গন্ধ,
ঘোরের ভেতর কেমন জানি চনমনে ভাব জাগায় গন্ধটা।
মেয়েটার বিয়ে দিতে হবে, ছেলেটার পড়াশুনা বন্ধ...
টং দোকানটাও মেরামত করা জরুরী, সব সমস্যার
সমাধান হয়ে যাবে এবার।
মন ভরে পায়রাগুলোর দিকে তাকিয়ে থাকে মতি,
যেন সাক্ষাৎ সুখ। আচমকা বিকট একটা শব্দে
পায়রার দল উড়াল দেয়, মতি ব্যাকুল হয়ে উঠে।
মতি মিয়াঁর ঘুম ভাঙ্গে, টাকার পায়রার খোঁজ মেলে
না জগৎ সংসারে, আবার প্রতীক্ষা শুরু হয় মতির,
ঘুমের পৃথিবীর জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন