সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

কাননবালা

দিনের আলো নিভে এলে কাননবালার
আড়মোড়া ভাঙ্গে
তারপর যত দ্রুত পারা যায়, জড়তা কাটিয়ে
ভেস পাল্টানোর তাড়া
নেশা ধরা সুগন্ধি আর গাঢ় লিপিস্টিকের
আস্তরনে নিজেকে লুকানো
আয়নার প্রতিচ্ছবি সহসাই মুচকি হাসি
দেয় অজান্তে

কানন এই হাসির অর্থ জানে না, তবে এতটুকু জানে
এ যেন আজব এক খেলা......সুখ বিক্রির খেলা......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন