গতানুগতিকতার বাইরে কোন কিছু দীর্ঘ দিন ধরে চললে,
এক সময় সেটাই স্বাভাবিকতা হিসেবে গণ্য হয়। সমস্যাটা হয়
যখন সেই স্বাভাবিকতাটা আবার ফিরে আসতে চায়
ঈশিতা
ক্যাঁচ ক্যাঁচ শব্দটা ঘোরটার চারদিকে চক্কর দিয়ে মিলিয়ে যায়, দরজা ঠেলে মাঝ বয়সী একজন মহিলা ঘরে ঢোকে। কাঁচা হলুদ শাড়ি পরিহিত, ঠোঁট টকটকে লাল। আয়েশি ভঙ্গিতে পান
চিবুচ্ছেন, এ ভঙ্গিতে দীর্ঘদিনের অভ্যস্ততার ছাপ। একদম গা ঘেঁষে বসলেন, অভির বেশ অস্বস্তি
লাগতে শুরু করল
কি নাম তোমার...??
অভি
বড়ই সুন্দর নাম
আপনার নাম কি?
আমার নাম বালা, কানন বালা
বলেই মহিলা হাঁসতে শুরু করল, হাসির কোন কারণ বোঝা গেল না। একটু দম নিয়ে আবার হাসি
শুরু হল। মহিলার শরীর থেকে চাপা ঘামের গন্ধ আসছে। হঠাৎ হাসি থেমে গেল, কিছুক্ষণ তাকিয়ে
হুট করে অভিকে জড়িয়ে ধরল,অপ্রস্তুত অবস্থা থেকে নিজেকে ছাড়ানোর জন্য বাস্ত হয়ে উঠল অভি
ছাড়ুন আমাকে, প্লিজ...
কেন খোকা, এমন করছ কেন
মহিলাকে চৌকির উপর ধাক্কা দিয়ে ঘর থেকে বেড়িরে আসতে উদ্যত হয় অভি
মহিলাঃ কি কাজ করবা না
অভিঃ না
মহিলাঃ তাহলে বকশিস দাও
অভিঃ কেন
মহিলাঃ এখানে আসলে বকশিস দিতে হয়