বুধবার, ১৩ মে, ২০১৫

স্টপেজ

জানি সময় পেলেই পাল্টে যাবে শহরের পথ ঘাট।
মাঝ পুকুরের আধ ফোটা চাঁদ ফিরে যাবে নিয়ম
মাফিক, তবে বাদাম খোসা ভেঙ্গে বেরিয়ে আসা
গল্পগুলো স্থগিত থাকবে অনির্দিষ্ট কালের জন্য।