রবিবার, ৫ জুলাই, ২০১৫

খোঁজ

অনেক সন্ধ্যে বেলা, আলোর পসরা সাজিয়ে বসা
লোকটা আলো খুঁজে পায় নি, কেউ এসে বলেনি 
ঘরে ফেরার সময় হলে দেরী করে ফেলো না যেন

তুমি নও

হঠাৎ করে মুখ মুখি...
সম্বিৎ ফিরে পেতেই ভুল ভাঙ্গে 
তুমি নও, তোমার মতো অবিকল 
ক্যামন জানি থমকে যাই ভীর পথে 
পাশ কাটিয়ে যাওয়া ব্যস্ত জন সমুদ্রে 
মিলিয়ে যায় তোমার মতো মানুষটা

সিগন্যাল

এ শহরতলী ছেড়ে চলে যেতে হবে একদিন 
ধোঁয়া উঠা আড্ডায় আমি আর থাকব না
ফেরারী রাতের হাত ধরে এলোমেলো পথ, 
চলতে শুরু করবে সবুজ সিগন্যাল মেনে

লাল বেনারশী

আজাকাল বেশ অচেনা লাগে আয়নায় 
নিজের প্রতিচ্ছবি
সোনালি চুলের ভীরে কিছু সফেদ চুলের 
আনাগোনা যেন হঠাৎ করেই
চল্লিশোর্ধ্ব মৃণালিনীর লাল বেনারশী,
পুরনো হচ্ছে ন্যাপথলিনের গন্ধে

পায়তারা

কত সুখের পায়তারা পিঠ পিছে নিয়ে 
ফেরি করে বেরিয়েছে পথ থেকে পথে 
কত স্বপ্ন ধোঁয়া হয়ে ছুয়ে গেছে আকাশ
হাতেম আলী বুড়ো হয়ে গেছেন, আগের
মত রাত জেগে রিকসা নিয়ে বের হন না 
তবে অচেনা মানুষগুলোর অসমাপ্ত গল্পগুলো 
খুঁজে ফেরেন অচেতন মনে, আধেক ঘুমে...

মায়া

বড় হয়ে উঠার ছলে সময় পাল্টে যাচ্ছে 
গলিপথ ভেঙ্গে চওড়া হচ্ছে, দেয়ালের রঙ্গেও
রথবদল, যেন মুছে ফেলার আপ্রান চেষ্টা
যদি বলি আগের শহরটায় মায়া ছিল ...

কই

স্বপ্ন ছিল ফাগুন দিনের বেখেয়ালি হাওয়ায়, 
স্বপ্ন ছিল শরৎ রাতে তোমার আসা-যাওয়ায়
স্বপ্ন ছিল মধ্য রাতের বর্ষা জলে সই 
এত্ত কিছুর মাঝে বল আমার আমি কই