কত সুখের পায়তারা পিঠ পিছে নিয়ে
ফেরি করে বেরিয়েছে পথ থেকে পথে
কত স্বপ্ন ধোঁয়া হয়ে ছুয়ে গেছে আকাশ
হাতেম আলী বুড়ো হয়ে গেছেন, আগের
মত রাত জেগে রিকসা নিয়ে বের হন না
তবে অচেনা মানুষগুলোর অসমাপ্ত গল্পগুলো
খুঁজে ফেরেন অচেতন মনে, আধেক ঘুমে...
ফেরি করে বেরিয়েছে পথ থেকে পথে
কত স্বপ্ন ধোঁয়া হয়ে ছুয়ে গেছে আকাশ
হাতেম আলী বুড়ো হয়ে গেছেন, আগের
মত রাত জেগে রিকসা নিয়ে বের হন না
তবে অচেনা মানুষগুলোর অসমাপ্ত গল্পগুলো
খুঁজে ফেরেন অচেতন মনে, আধেক ঘুমে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন