রবিবার, ১০ নভেম্বর, ২০১৩

মায়া

সময়ের অলি-গলি পেরিয়ে বালিকা
এখন পরিপাটি রমনী...

সাংসারিক ব্যাস্ততায় ঝুম বৃষ্টি অথবা
আকাশ ভরা তারা গোনার সময় কই

তারপরও কোন এক অখণ্ড অবসরে
ফেলে আসা সময়ের কিছু অনুভুতি
বালিকার মনে আলো জ্বালে;আবার
নিভে যায়।

যে শহর চোরাবালি

যে শহরটা তোমার আমার যোগফল
সে শহরে তুমি-আমি বহুদুরে....

বউমনি দ্বিতীয়

আমার ভেতর যে তুমির বসত্
সে তুমি চির অম্লান প্রতিটি ক্ষণে
যেখানে তোমায় হারানোর ভয় মরিচিকা
সেখানে চাওয়া এবং পাওয়া কোন কিছুর
তোয়াক্কা না করেই, একে অন্যের সবসময়

বাঁধা

কাঁচের দেয়াল বৃষ্টি ফোটা ছুতে দেয় না
তার জন্য তেষ্টা জাগায়...
জল কনার জলছবি একে যায় ইচ্ছেমত
বাধ্যবাধকতায় ছোঁয়া হয় না...

জীবনের সমীকরণ...

অনির্দিষ্ট সময়ের জন্য কারো অপেক্ষা...
হঠাৎ করেই তার প্রপ্তি, সেই সাথে জীবনের
পট পরিবর্তন।

অতঃপর কারনে বা অকারনে তার হারিয়ে যাওয়া
এবং অন্য কারো মাঝে তাকে খুঁজে যাওয়া।