রবিবার, ১০ নভেম্বর, ২০১৩

বউমনি দ্বিতীয়

আমার ভেতর যে তুমির বসত্
সে তুমি চির অম্লান প্রতিটি ক্ষণে
যেখানে তোমায় হারানোর ভয় মরিচিকা
সেখানে চাওয়া এবং পাওয়া কোন কিছুর
তোয়াক্কা না করেই, একে অন্যের সবসময়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন