বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

সত্ত্বা ও স্বপ্ন

কোন এক আলো ঝলমলে রাতে ছা পোষা স্বপ্নগুলো
লিমোজিন কিংবা লেক্সাসে বাইপাস হাকিয়ে তোমার
রাজপ্রাসাদে হাজির হবে,গণ্যমান্য বাক্তি-বর্গের উষ্ণ
অভ্যর্থনায় আমি নির্বাক, উচ্চবর্গীয় আলাপচারিতার
অন্তরালে হারিয়ে যাবো আমার আমি,

ভীষণ তেষ্টায় ঘুম ভেঙ্গে যাবে, বাসায় পানি নেই...
অগত্যা কাজলের টং দোকান ও এক গ্লাস পানি
তারপর একটা সিগারেট সাথে গন্তব্যহীন রিক্সা
ভ্রমণ,স্বপ্নের সাথে বউন্ডুলে বাস্তবতার অমীমাংসিত
ফলাফল ও ফলস্বরূপ মুখে মুচকি হাসি আনাগোনা
এবং রিক্সা ওয়লার এ হাসির রহস্য ভেদের চেষ্টা

কানন বালা ২য়

স্ট্রীট লাইটগুলোর ঝলমলে আলো ফিকে
হয়ে যায় একদল গণিকার মিথ্যে প্রনয়ে,
লিপিস্টিকের পুরু আস্তরনে ঢাকা ঠোঁটের
আহ্বানে, কামার্ত যুবার ক্লান্ত পেশী ফুঁসে
ওঠে, শুরু হয় দর কষাকষি, পেটের ক্ষুধার
বিপরীতে শরীরের ক্ষুধা নিবারণের পায়তারা