সোমবার, ৩০ জুন, ২০১৪

মন


মনের অজান্তে কখন যে রাজ প্রাসাদটা গড়ে উঠেসে মনে, বুঝতেই পারিনি।

তবে যখন বুঝলাম, আমার আমি তখন বিশাল মনে কোণ ঠাঁসা।

চিন্তাগুলো তোমার প্রজা, মনের রাজ্যে শুধু তোমারই জো জয়জয়কার।

আর আমি ঘোড়ায় সাওয়ার হয়ে ছুটছি,  ছুটছি তোমার পানে, তোমার মন জয় করবো বলে।






বুধবার, ২৫ জুন, ২০১৪

যাদুর শহর ১

আঁধার কেটে গেলে আবার একটা ভোর আসে
আলোর রোশনাইয়ে শুরু হয় নাগরিক ব্যাস্ততা
সময়ের সাথে ছুটে চলা মানুষগুলোর গতিপথ
কখনো সমান্তরাল কখনােবা কোন কারন ছাড়াই শ্লথ
এ শহরে স্বপ্নের বিপরীতে স্বপ্নের রথ বদল হয় সঙ্গত 
কারনেই...অদ্ভুত এক যাদুর শহর