মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩

লাল ঘুড়ি

তোমার পাশের ছাদে সময়ে-অসময়ে ঘুড়ি
ওড়াতে আসা দুরন্ত ছেলেটার কথা মনে আছে...

নাটাইয়ের আড়ালে ওর পাগলামী আচমকাই
বেড়ে যেত, তোমায় এক পলক দেখতে পেলে
কে জানে.., হয়ত বেড়ে যেত ওর হৃদস্পন্দনও

একদিন ছাদে আসা বন্ধ করে দিলে তুমি......
শত নিয়নের স্মিত আলোয় তোমার বিদায়ের
সানাই বাজলো গভীর রাত পর্যন্ত

পাড়ার ডানপিটে ছেলেটার দস্যিপনা কোথায়
যেন হারিয়ে গেল, নাটাই-ঘুড়ি পড়ে রইল
ঘরের কোণে নিশ্চুপ নির্ভার

কোন এক দ্বি-প্রহরে একটা লাল ঘুড়ি দেখে
চঞ্চল বালকের কথা মনে পরবে হয়ত,
হয়ত জানতে ইচ্ছে করবে খুব; ওর কথা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন