Dear Goldfish,
ইচ্ছে করেই ভুলে যাওয়ার ছলে তুমি আর
তোমার ছোট-খাট ভুলগুলোকে মিস করি।
জানি, মনে মনে চাইতে যেন মনে করিয়ে
দেই লাল টিপ আর বাসন্তী শাড়ীটার কথা।
জানালায় কাঁচপোকাদের ভিড়ে, তোমার
আদুরে মুখটা ছুয়ে দিতে ভীষণ ইচ্ছে হয়।
ইতি
একজন ভুলোমনা
ইচ্ছে করেই ভুলে যাওয়ার ছলে তুমি আর
তোমার ছোট-খাট ভুলগুলোকে মিস করি।
জানি, মনে মনে চাইতে যেন মনে করিয়ে
দেই লাল টিপ আর বাসন্তী শাড়ীটার কথা।
জানালায় কাঁচপোকাদের ভিড়ে, তোমার
আদুরে মুখটা ছুয়ে দিতে ভীষণ ইচ্ছে হয়।
ইতি
একজন ভুলোমনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন