শুক্রবার, ১৪ জুন, ২০১৩

শূন্যতা

শেষ রাতের শূন্যতায় আমি একা নই
দূর থেকে হাতছানি দেয়া টিপ টিপ আলো
জেগে থাকে আমার সাথে।

তোমার কথা ভেবে যাই সঙ্গোপনে, স্মৃতির
অলিগলি ঘুরে ক্লান্তি এলে তুমি এসে ঘাম
মুছে দাও মমতায়।

অতঃপর শেষ সিগারেটে পুড়তে থাকা
নিঃসঙ্গতা, ফুরিয়ে যাওয়া রাত, অন্তহীন ক্লান্তি......
ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়া।

শুক্রবার, ৭ জুন, ২০১৩

আনমনে

রাতের সাথে পাল্লা দিয়ে আলোর পসরা সাজিয়ে বসা
ল্যাম্পপোস্টের আবছা আলো গাঢ় হতে থাকে।

স্ফুটিক হলদে আলোয় একদল শোষিত নিস্তব্ধতার বিক্ষোভ
মিছিল পানে রাশভারী অট্টালিকার ভাবলেশহীন অভ্যস্ততা।

অনেক দিনের জমানো কিছু আকাঙ্খা বুকপকেটে ঘুমিয়ে পড়ে
আপনমনে, আমি নিশ্চুপ তাকিয়ে থাকি মিছিলটার দিকে।

প্রতিক্ষণ

একদিন এই স্বার্থপর আকাশটা আমার হবে
বারান্দার কোণে সেদিন কাকটাকে আর অপেক্ষা
করতে হবে না আমার জন্য।

খালি পায়ে সদ্য ভেজা শহুরে পথের উষ্ণ শিহরন
শিরদাঁড়া বেয়ে উঠে যাবে, ঝড়ো বাতাসের মতো
ছুটব গন্তব্যহীন।

তুমি অপেক্ষায় থেকো, আমি আসব, না বলা কথার
চিরকুট নিয়ে।