রাতের সাথে পাল্লা দিয়ে আলোর পসরা সাজিয়ে বসা
ল্যাম্পপোস্টের আবছা আলো গাঢ় হতে থাকে।
স্ফুটিক হলদে আলোয় একদল শোষিত নিস্তব্ধতার বিক্ষোভ
মিছিল পানে রাশভারী অট্টালিকার ভাবলেশহীন অভ্যস্ততা।
অনেক দিনের জমানো কিছু আকাঙ্খা বুকপকেটে ঘুমিয়ে পড়ে
আপনমনে, আমি নিশ্চুপ তাকিয়ে থাকি মিছিলটার দিকে।
ল্যাম্পপোস্টের আবছা আলো গাঢ় হতে থাকে।
স্ফুটিক হলদে আলোয় একদল শোষিত নিস্তব্ধতার বিক্ষোভ
মিছিল পানে রাশভারী অট্টালিকার ভাবলেশহীন অভ্যস্ততা।
অনেক দিনের জমানো কিছু আকাঙ্খা বুকপকেটে ঘুমিয়ে পড়ে
আপনমনে, আমি নিশ্চুপ তাকিয়ে থাকি মিছিলটার দিকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন