শুক্রবার, ১৪ জুন, ২০১৩

শূন্যতা

শেষ রাতের শূন্যতায় আমি একা নই
দূর থেকে হাতছানি দেয়া টিপ টিপ আলো
জেগে থাকে আমার সাথে।

তোমার কথা ভেবে যাই সঙ্গোপনে, স্মৃতির
অলিগলি ঘুরে ক্লান্তি এলে তুমি এসে ঘাম
মুছে দাও মমতায়।

অতঃপর শেষ সিগারেটে পুড়তে থাকা
নিঃসঙ্গতা, ফুরিয়ে যাওয়া রাত, অন্তহীন ক্লান্তি......
ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন