একদিন এই স্বার্থপর আকাশটা আমার হবে
বারান্দার কোণে সেদিন কাকটাকে আর অপেক্ষা
করতে হবে না আমার জন্য।
খালি পায়ে সদ্য ভেজা শহুরে পথের উষ্ণ শিহরন
শিরদাঁড়া বেয়ে উঠে যাবে, ঝড়ো বাতাসের মতো
ছুটব গন্তব্যহীন।
তুমি অপেক্ষায় থেকো, আমি আসব, না বলা কথার
চিরকুট নিয়ে।
বারান্দার কোণে সেদিন কাকটাকে আর অপেক্ষা
করতে হবে না আমার জন্য।
খালি পায়ে সদ্য ভেজা শহুরে পথের উষ্ণ শিহরন
শিরদাঁড়া বেয়ে উঠে যাবে, ঝড়ো বাতাসের মতো
ছুটব গন্তব্যহীন।
তুমি অপেক্ষায় থেকো, আমি আসব, না বলা কথার
চিরকুট নিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন