মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪

আবার; আর একবার

খুঁজে যাওয়া তোর মুখচ্ছবির ঘনঘটা
যখন অপরচিতার মুখ অবয়বে, ভীষণ 
অসহায় হয়ে যাই আবার; আর একবার

কোলাহল ও নিস্তব্ধতা

কিছু কোলাহল তিক্ত ভারী,
কিছু নিস্তব্ধতায় জল 

কিছু কলরব উল্লাসে হাসে,
হয়ে আঁখি ছলছল

চাঁদের আলো মুচকি হাসে,
মন উদাস হয় 

আগুনলাগা ফাগুন দুপুর,
তোমার কথা কয় 

নীল গোলাপ

তারপরও কেন জানি একটা পিছুটান, 
জমে থাকা স্তব্ধতায় ফাটল ধরায়...
শুরু হয় অবাধ্য শ্রাবণে অবিরাম ভিজে যাওয়া,
হয়তো আসক্তিতে বেহুলার বাসরের খাদ ছিল
সহসাই মনষার বিষে নীল হয়ে গেল সব কিছু। 

মাঠ জুড়ে ঝা চকচকে রোদ্দুর। বট গাছটাকে ঘিরে
আদুরে বাতাসের ছোট্ট জটলা। ওপাড়ে অন্তহীন
ভালবাসার হাতছানি, সীমান্তের এ পারে আমি।
আমার হাতে গোলাপ..., একগুচ্ছ নীল গোলাপ

পৌষ-ফাগুনের পালা

সকাল থেকেই ঢাক গুড় গুড় আকাশটা যখন 
কান্না জুড়ে দিল, তখন বেলা গড়িয়ে বিকেল। 
ছাদ খোলা রিক্সায় হিম বাতাসের ঝটিকা অভিযান
সেই সাথে তোমার-আমার উষ্ণতা ভাগা-ভাগি। 

শহর জুড়ে এখন পৌষ-ফাগুনের পালা, তাই 
হয়তো মনে পড়ে গেল পুরনো স্মৃতিটার কথা...
অবুঝ মন হিম বাতস দেখলেই উষ্ণতা খোঁজে

সব চরিত্র কাল্পনিক.

ক্ষয়ে যাওয়া কাঠপেন্সিলের অলস সময় কাটতেই চায়
না, স্বপ্নে প্রায়ই সৃষ্টি সুখের উল্লাসে তৃপ্তটা আসে তার।
ধব-ধবে সাদা ক্যানভাসে সে আর তার কারুকাজ।

হতাশার সুতোয় কাটাপরা আশার ঘুরিটার পানে বৃদ্ধ
মজনু মিয়ার শূন্য দৃষ্টি, নিস্প্রান শরীরের সমস্ত শক্তি
দিয়ে প্যাডেলে বেঁচে থাকার তাগিদ দেয় সে। বয়সের
ভারে নূজ্জ্ব রিক্সাটাও কিঞ্চিত কুকিয়ে ওঠে।
 

শনিবার, ২৫ জানুয়ারী, ২০১৪

হায় চিল

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভেজা মেঘের
দুপুরে তুমি আর কেঁদো নাক উড়ে উড়ে ধানসিঁড়ি
নদীটির পাশে। 

তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান 
চোখ মনে আসে। 

পৃথিবীর রাঙ্গা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে
রূপ নিয়ে দূরে। 

আবার তাহারে কেন ডেকে আন, কে হায় হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালবাসে।  

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভেজা মেঘের
দুপুরে তুমি আর কেঁদো নাক উড়ে উড়ে ধানসিঁড়ি
নদীটির পাশে।

-জীবনান্দ দাস 

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

চুপকথা-১

কিছু কোলাহল তিক্ত ভারী,
কিছু নিস্তব্ধতায় জল

কিছু কলরব উল্লাসে হাসে,
হয়ে আঁখি ছলছল

চাঁদের আলো মুচকি হাসে,
মন উদাস হয়

আগুনলাগা ফাগুন দুপুর,
তোমার কথা কয়
 

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

শিরোনামহীন

সব কথা শেষ হলে ফিরে যাবো,
একটি চোখ রেখে যাবো শিথানের জানালায় ।
সব কথা শেষ হলে করাঘাত জাগাবে তোমায়,
তুমি এসে খুলবে দুয়োর- দ্যাখা হবে না।

__________"রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ"

বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪

প্রিয়তমেষু

প্রিয়তমেষু,
ট্রেনটা দীর্ঘশ্বাস ফেলে অবেগের সীমানা পেরুতে শুরু করে,

চাপা অভিমান আর ছল ছল চোখে তুমি ওর সঙ্গি 

আমি স্থির... ,অপলক...,তুমি চলে যাচ্ছ......

তোমায় বলা হয়নি, বাস্তবতার মারপ্যাঁচে সেদিন ধরতে
পারিনি তোমার হাত, শত ইচ্ছে সত্ত্বেও ছোটা হইনি
তোমার পিছু পিছু..., তাই হয়তো শেষ দৃশ্যেটা কোন
নাটকীয়তা ছাড়াই সাবলীল

অতঃপর,
পারলাম না সবকিছুকে পর করে তোমায় আপন করতে