মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪

কোলাহল ও নিস্তব্ধতা

কিছু কোলাহল তিক্ত ভারী,
কিছু নিস্তব্ধতায় জল 

কিছু কলরব উল্লাসে হাসে,
হয়ে আঁখি ছলছল

চাঁদের আলো মুচকি হাসে,
মন উদাস হয় 

আগুনলাগা ফাগুন দুপুর,
তোমার কথা কয় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন