মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪

পৌষ-ফাগুনের পালা

সকাল থেকেই ঢাক গুড় গুড় আকাশটা যখন 
কান্না জুড়ে দিল, তখন বেলা গড়িয়ে বিকেল। 
ছাদ খোলা রিক্সায় হিম বাতাসের ঝটিকা অভিযান
সেই সাথে তোমার-আমার উষ্ণতা ভাগা-ভাগি। 

শহর জুড়ে এখন পৌষ-ফাগুনের পালা, তাই 
হয়তো মনে পড়ে গেল পুরনো স্মৃতিটার কথা...
অবুঝ মন হিম বাতস দেখলেই উষ্ণতা খোঁজে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন