মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪

নীল গোলাপ

তারপরও কেন জানি একটা পিছুটান, 
জমে থাকা স্তব্ধতায় ফাটল ধরায়...
শুরু হয় অবাধ্য শ্রাবণে অবিরাম ভিজে যাওয়া,
হয়তো আসক্তিতে বেহুলার বাসরের খাদ ছিল
সহসাই মনষার বিষে নীল হয়ে গেল সব কিছু। 

মাঠ জুড়ে ঝা চকচকে রোদ্দুর। বট গাছটাকে ঘিরে
আদুরে বাতাসের ছোট্ট জটলা। ওপাড়ে অন্তহীন
ভালবাসার হাতছানি, সীমান্তের এ পারে আমি।
আমার হাতে গোলাপ..., একগুচ্ছ নীল গোলাপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন