মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

শিরোনামহীন

সব কথা শেষ হলে ফিরে যাবো,
একটি চোখ রেখে যাবো শিথানের জানালায় ।
সব কথা শেষ হলে করাঘাত জাগাবে তোমায়,
তুমি এসে খুলবে দুয়োর- দ্যাখা হবে না।

__________"রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন