প্রিয়তমেষু,
ট্রেনটা দীর্ঘশ্বাস ফেলে অবেগের সীমানা পেরুতে শুরু করে,
চাপা অভিমান আর ছল ছল চোখে তুমি ওর সঙ্গি
আমি স্থির... ,অপলক...,তুমি চলে যাচ্ছ......
তোমায় বলা হয়নি, বাস্তবতার মারপ্যাঁচে সেদিন ধরতে
পারিনি তোমার হাত, শত ইচ্ছে সত্ত্বেও ছোটা হইনি
তোমার পিছু পিছু..., তাই হয়তো শেষ দৃশ্যেটা কোন
নাটকীয়তা ছাড়াই সাবলীল
অতঃপর,
পারলাম না সবকিছুকে পর করে তোমায় আপন করতে
ট্রেনটা দীর্ঘশ্বাস ফেলে অবেগের সীমানা পেরুতে শুরু করে,
চাপা অভিমান আর ছল ছল চোখে তুমি ওর সঙ্গি
আমি স্থির... ,অপলক...,তুমি চলে যাচ্ছ......
তোমায় বলা হয়নি, বাস্তবতার মারপ্যাঁচে সেদিন ধরতে
পারিনি তোমার হাত, শত ইচ্ছে সত্ত্বেও ছোটা হইনি
তোমার পিছু পিছু..., তাই হয়তো শেষ দৃশ্যেটা কোন
নাটকীয়তা ছাড়াই সাবলীল
অতঃপর,
পারলাম না সবকিছুকে পর করে তোমায় আপন করতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন