উত্তরের সমীরণ মন চিরে বেরিয়ে গেলেও বুঝবি না
বালক আয়ু রেখা ধরে কতটা পথ হেঁটে গ্যাছে তোর খোঁজে
কালো সানগ্লাসের চত্তরে দিনের আলো এসে থেমে যায়,
তাতে স্বস্তি আসে তবে সুখ আসে না
বালক আয়ু রেখা ধরে কতটা পথ হেঁটে গ্যাছে তোর খোঁজে
কালো সানগ্লাসের চত্তরে দিনের আলো এসে থেমে যায়,
তাতে স্বস্তি আসে তবে সুখ আসে না
Dear বালিকা,
অতঃপর সেই পাগল ছেলেটা হারিয়ে যায়
তোকে একা করে...., ভীষণ একা করে
অতঃপর সেই পাগল ছেলেটা হারিয়ে যায়
তোকে একা করে...., ভীষণ একা করে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন