মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫

চতুস্কোন

গনিকার নির্বাক চাহুনি চকচকে কাগজে মোড়ানো 
মেকি আশ্বাসে মিলিয়ে যায় মিশমিশে আধাঁরে।
দিনের আলোয় সবটা মুছে যায় কারনে বা অকারনে,
অজান্তেই ভুলে যাওয়া দশম শ্রেনীর জ্যামিতিক চতুস্কোন উপপাদ্যের মত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন