কথা দিলাম,
ভোরের আলো ঘরে ফেরার আগেই
থেমে যাবে তোর আমার আত্মকথন।
চৌরাশিয়ার সুর আঁকবে না কাজল তোর
চোখের কোণে,
তুই সুখ খুঁজে নিস বদ্ধ ঘরে
ভোরের আলো ঘরে ফেরার আগেই
থেমে যাবে তোর আমার আত্মকথন।
চৌরাশিয়ার সুর আঁকবে না কাজল তোর
চোখের কোণে,
তুই সুখ খুঁজে নিস বদ্ধ ঘরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন