বৃষ্টির মাঝে ভিজছি, ভিজছে আমার চোখ্...
তোমার আমার ভালবাসার হচ্ছে যোগ-বিয়োগ
বিষাদের জোরে সাদাকালো হয়ে যায় রঙ্গিন ভাবনাগুলো
ভেঙ্গে খান খান স্বপ্নের খেলা ঘর, শুধু প্রানহীন ধুলো
চলে যাও, দূরে যাও, ভালোবাসা নিয়ে যাও
চলে যাও, দিয়ে দাও, আমার স্মৃতিগুলো্...
ব্যাস্ত শহর, ট্র্যাফিক সিগন্যাল, পাল্টে যাওয়ার পানে
আনমনা মন আটকে থাকে, কোন এক পিছু টানে।
মলিন হাওয়া, পুরোনো স্মৃতি হয়তো ক্ষণে ক্ষণে
তবু তোমায় বাসবো ভালো গভীর সঙ্গোপনে
কাঁচ পোকার গান শেষে, অবাক আবেশে,
আমার আঁকা জলপরী অন্য কোথাও ভাসে।
রাত প্রহরীর চোখের ফাঁকি, তোমার আশে পাশে
কাঠ গোলাপের শুভ্র মায়া তোমায় ভালবেসে।
চলে যাও, দূরে যাও, ভালোবাসা নিয়ে যাও
চলে যাও, দিয়ে দাও, আমার স্মৃতিগুলো...
তোমার আমার ভালবাসার হচ্ছে যোগ-বিয়োগ
বিষাদের জোরে সাদাকালো হয়ে যায় রঙ্গিন ভাবনাগুলো
ভেঙ্গে খান খান স্বপ্নের খেলা ঘর, শুধু প্রানহীন ধুলো
চলে যাও, দূরে যাও, ভালোবাসা নিয়ে যাও
চলে যাও, দিয়ে দাও, আমার স্মৃতিগুলো্...
ব্যাস্ত শহর, ট্র্যাফিক সিগন্যাল, পাল্টে যাওয়ার পানে
আনমনা মন আটকে থাকে, কোন এক পিছু টানে।
মলিন হাওয়া, পুরোনো স্মৃতি হয়তো ক্ষণে ক্ষণে
তবু তোমায় বাসবো ভালো গভীর সঙ্গোপনে
কাঁচ পোকার গান শেষে, অবাক আবেশে,
আমার আঁকা জলপরী অন্য কোথাও ভাসে।
রাত প্রহরীর চোখের ফাঁকি, তোমার আশে পাশে
কাঠ গোলাপের শুভ্র মায়া তোমায় ভালবেসে।
চলে যাও, দূরে যাও, ভালোবাসা নিয়ে যাও
চলে যাও, দিয়ে দাও, আমার স্মৃতিগুলো...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন