মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫

মন ফড়িং অপেক্ষা

সুখ খুঁজে বেড়াস অন্য শরীরে 
মন ফড়িং অপেক্ষায় মারা পরে 
পুরু কাঁচের নিচে চাপা পরে 
কষ্টের ব্যাবচ্ছেদ, ছুতে চাস না, 
একটু ভেবে দেখ হয়ত ছুয়ে দিলেই
কাঠগোলাপ ফুটতো তোর কারনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন