মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫

সুখ ঘুম ১

মিথ্যে হয়ে গ্যাছে দেয়া কথা 
জানি তোর ব্যাস্ত শহরে ফুরসত
পেলেই ভোর আযানে এপিক
স্মৃতিরা আলো হয়ে ফোটে 
বিশ্বাস কর পরে থাকা শেফালীকা 
আঙ্গুল ছোঁয়ার শেষ চাওয়ায় সমঝোতা
চায় না, ওরা বুকের ভাঁজে সুখ ঘুম খোঁজে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন