মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫

এই যে তুমি

এই যে আমার প্রতীক্ষার মুহূর্তগুলোকে মিথ্যে
করে দিয়ে চুপ চাপ তুমি, সেই তোমাকেই বলি, 
সম্ভাবনাগুলো হিলিয়ামের মতন, একবার হাত
ছারা হলে আর পিছু ফেরে না... 
আর হ্যাঁ, ফাগুন হাওয়া প্রেমিক হলে শ্রাবণের টা অবাধ্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন