মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫

ধ্রুবক

না, আর কোন পথ ওর অপেক্ষায় থাকবে না,
প্রতিক্ষারা ঘুমিয়ে যাবে ভিখেরি থালের টুং টাং শব্দে।
হয়তো সোনালী ডানার চিল ঘরে ফিরে গেলে, একা ছেলেটা
তিন রাস্তার লাল হলুদ সিগন্যালের সাথে গল্প জুড়ে দেবে, 
যে গল্পে ও ধ্রুবক..আর পাশ কাটিয়ে যাওয়া শহরটা চলমান 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন