বুধবার, ২২ এপ্রিল, ২০১৫

প্রশ্ন ...??

বলতো কেন আকাশটা কালো হয়
কোন ঝড়ে ওলট- পালট হয় সবকিছু
জানিস সন্ধ্যে বেলা ঈশান কোনের
একটা তারা অভিমান করে হারিয়ে যায়
বলতো কিসের এত  অভিমান ওর

বলতো কিসের টানে মানুষ আপন পর হয়
কেন পাল্টে যায় চেনা মুখগুলো, বলতে পারিস,
এত নিয়নের ভীরে কেন একা হয় জোনাকি...?

বলনা,  কোন গঙ্গা ফড়িঙ্গের পিছে হারিয়ে গেল আমার
শৈশব, কেন পাড়ার ডানপিটে ছেলেটা হঠাৎ এত শান্ত
হয়ে গেল, কোন নিয়নের সুরে ম্লান হল ওর সবকিছু




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন