তোমার চলে যাওয়ার পথ ধরে
আমার কষ্টার্জিত স্বপ্নগুলো হেঁটে যায়।
বিষাদ, নিঃসঙ্গতা নামক অনুভূতিগুলো
নিশ্চুপ অট্টহাসিতে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে থাকে।
ইস... সব কিছুকে মিথ্যে করে দিয়ে
যদি ব্যাপারটা দুঃস্বপ্ন হত, মন্দ হত না।
বালিকা..., তুমি ফিরে আসবে জানি,
কথা দিচ্ছি নিরাশ হবে না সেদিন।
তবে, তোমার সুখগুলো আমার স্বপ্নের দামে
কেনা, যা শুধু আমার, একান্তই আমার।
আমার কষ্টার্জিত স্বপ্নগুলো হেঁটে যায়।
বিষাদ, নিঃসঙ্গতা নামক অনুভূতিগুলো
নিশ্চুপ অট্টহাসিতে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে থাকে।
ইস... সব কিছুকে মিথ্যে করে দিয়ে
যদি ব্যাপারটা দুঃস্বপ্ন হত, মন্দ হত না।
বালিকা..., তুমি ফিরে আসবে জানি,
কথা দিচ্ছি নিরাশ হবে না সেদিন।
তবে, তোমার সুখগুলো আমার স্বপ্নের দামে
কেনা, যা শুধু আমার, একান্তই আমার।